Sudhir Saha

Sudhir Saha

জীবনের অর্থ যার কাছে চলতে থাকা, থেমে থাকা নয় তেমনি কর্মচঞ্চল এক মানুষের নাম সুধীর সাহা, যিনি অধিক পরিচিত মেজর সুধীর সাহা নামে। ১৯৫৭ সালের ৩০ এপ্রিল ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন শিকারী পাড়া নামের এক অখ্যাত গ্রামে জন্ম নিয়েছিলেন বর্তমানের এই খ্যাতিমান মানুষটি। তার চঞ্চলতা, দৃঢ়তা আর ব্যক্তিসত্ত্বা বুঝি ছোট বেলায়ই ধরা পড়ে অন্যদের চোখে। সেই ছোট্ট বেলাতেই কেউ তাকে দারোগা, কেউ বিচারক ইত্যাদি বিভিন্ন নামে ডাকতেন। কিন্তু সুধীর সাহা ছিলেন নির্বিকার। মধ্যবিত্ত পরিবারের মুখ উঁচু করা সন্তানটি প্রতি শ্রেণিতে প্রথম স্থান অধিকার করলে পরিবারের মানুষগুলোরও চোখ পড়ে তার ওপর। 

 

www.sudhirsaha.com 

Upcoming Events

To top